প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:58 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:37 AM

বিএনপির এমপিদের পদত্যাগপত্রে সই করতে হবে স্পিকারের সামনে

এম এম লিংকন: বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী স্পিকারের সামনে সই করে সরাসরি পদত্যাগপত্র জামা দিতে হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্যদের কোনো পদত্যাগপত্র এখনো আসেনি।  

বর্তমানে জাতীয় সংসদে বিএনপির ৭ জন সদস্য রয়েছেন। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে  পদত্যাগের ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা। তারা ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও সমাবেশে জানান।

এ বিষয়ে চিফ হুইপ নুর ই আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ পত্র সংসদ সচিবালয়ে জমা দিলে হয় তো জানতে পারতাম। হতে পারে তারা জনগণকে বোঝানোর জন্য পদত্যাগের কথা বলেছেন। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এমন কোনো কথা শুনিনি। একজন সংসদ সদস্যের পদত্যাগের সাংবিধানিক ব্যাখা তুলে ধরে সাবেক চিফ হুইপ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান উপাধ্যক্ষ আব্দুস শহীদ গণমাধ্যমকে জানান , সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হলে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে নিজ হাতে লেখা পদত্যাগপত্র জমা দিতে হয় এবং স্পিকারে সামনে পদত্যাগপত্রে সই করতে হয়।

 সংবিধানের ৬৬ অনুচ্ছেদে এ বিষয়গুলো উল্লেখ আছে। পদত্যাগ করতে হলে সংবিধানের নির্দেশ অনুসরণ করে পদত্যাগ করতে হয় এবং এছাড়া কোনো সুযোগ নেই। বিএনপির সদস্যরা পদত্যাগপত্র দিয়েছেন বলে এমন কিছু শুনিনি। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে পদত্যাগ হয় না, এমন কোনো সুযোগ নেই। 

১৯৯১ সালের সংসদেও আমরা (আওয়ামী লীগের সংসদ সদস্যরা) পদত্যাগপত্র পাঠিয়েছিলাম উল্লেখ করে তিনি বলেন, কিন্তু পদত্যাগ হয়নি। হয় তো সরকারকে বিব্রত করার জন্য বিএনপি এটা বলতে পারে।

 সংসদের মেয়াদ আরও এক বছর আছে। কেউ পদত্যাগ করলে বা পদত্যাগের কারণে কোনো আসনশূন্য হলে সেখানে সংবিধান অনুযায়ী উপ-নির্বাচন হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব